Logo

সারাদেশ

বগুড়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৭:৫৯

বগুড়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার শাজাহানপুরে প্রাণ ইন্টিগ্রেটেড ডেইরি ফার্মে সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার  করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত ২টি ট্রাক ও গরু বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-  মো. দিদার (৩৪), পিতা রফিজুল হক,  মো. আব্দুল মান্নান (২৩), পিতা অহিদ,  মো. সোহেল (২৮), পিতা সাফিজল ব্যাপারি, মো. জিয়াউর রহমান (৩৫), পিতা মৃত আব্দুল হাই,  মো. জাফর হোসেন (৪৫), পিতা মো. মজিবুর রহমান মুঞ্জ।

রোববার (১৮ আগষ্ট) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতেয়ার রহমান। 

তিনি জানান, গত ৮ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে শাজাহানপুরের পাড়টেপুর (আশেকপুর) এলাকায় ডেইরি ফার্মটিতে ডাকাতরা প্রবেশ করে সিকিউরিটি গার্ডকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে ফার্মের ৮টি ফ্রিজিয়ান গরু (মূল্য প্রায় ১০ লাখ টাকা) এবং যন্ত্রাংশ (মূল্য প্রায় ১২ লাখ ১১ হাজার ৪৬৬ টাকা) লুট করে নিয়ে যায়। মোট লুণ্ঠিত সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ২২ লাখ টাকা। এ ঘটনায় শাজাহানপুর থানায় ডাকাতির মামলা হয়।

পরে মামলাটি ডিবি পুলিশে হস্তান্তর হলে পুলিশ সুপার মো. জেদান আল মুসার দিকনির্দেশনায় বিশেষ অভিযান চালানো হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল দিবাগত রাতে ঢাকার আশুলিয়া, বাইপাইল, নিশ্চিন্তপুর বাজার এবং ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত চক্রের সঙ্গে জড়িত থেকে বিভিন্ন এলাকায় ডাকাতি ও চুরিসহ নানা অপরাধে লিপ্ত ছিল। এর মধ্যে আসামি মো. জিয়াউর রহমানের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ চারটি মামলা বিচারাধীন রয়েছে।

 অতিরিক্ত পুলিশ সুপার  আরও জানান, ডাকাতির সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার ও বাকি লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

  • জুয়েল হাসান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকাতি গ্রেপ্তার মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর