নান্দাইলে নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৮:১৩

ছবি : সংগৃহীত
ময়মনসিংহের নান্দাইলে গাছে ঝুলন্ত অবস্থায় লাবিব মিয়া (১৫) নামে এক স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৮ অগাস্ট) সকালে মুশুল্লি ইউনিয়নের পালাহার গ্রামে বাড়ির পাশে বাঁশঝাড় থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
লাবিব স্থানীয় মুশুল্লি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং পালাহার গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
নান্দাইল থানার ওসি খন্দকার জালাল উদ্দীন মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। পরিবারের আবেদনে ময়নাতদন্ত করা হয়নি।
আত্মহত্যার কারণ জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।
সারোয়ার জাহান রাজিব/এআরএস