Logo

সারাদেশ

জয়পুরহাটে নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৮:২০

জয়পুরহাটে নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

ছবি : সংগৃহীত

নাগরিক ছাত্র ঐক্য জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ।

সোমবার (১৮ আগস্ট) কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম ও সদস্য সচিব এম এ আলিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ছাব্বির হাসানকে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন সুজন রহমান ও ফিরোজ। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন বায়েজিদ বোস্তামী।

এ ছাড়া সদস্য রাখা হয়েছে আশিকুল ইসলাম বিজয়, রিদয় হাসান, সাগর দাস, আরিফুল ইসলাম, তরিকুল ইসলাম ও শিহাব হাসানকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আহ্বায়ক কমিটি আগামী ছয় মাস জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। এরপর পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর