জয়পুরহাটে নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৮:২০
-68a31a81387e3.jpg)
ছবি : সংগৃহীত
নাগরিক ছাত্র ঐক্য জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ।
সোমবার (১৮ আগস্ট) কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলাম ও সদস্য সচিব এম এ আলিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ছাব্বির হাসানকে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন সুজন রহমান ও ফিরোজ। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন বায়েজিদ বোস্তামী।
এ ছাড়া সদস্য রাখা হয়েছে আশিকুল ইসলাম বিজয়, রিদয় হাসান, সাগর দাস, আরিফুল ইসলাম, তরিকুল ইসলাম ও শিহাব হাসানকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন আহ্বায়ক কমিটি আগামী ছয় মাস জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। এরপর পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে।
এআরএস