Logo

সারাদেশ

শেবাচিমে মারধর : হামলাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৮:৩৯

শেবাচিমে মারধর : হামলাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ছবি : বাংলাদেশের খবর

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসক ও কর্মচারীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্টসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মীরা।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সিনিয়র স্টোর অফিসার ডা. আবদুল মুনয়েম সাদ বলেন, আগামী ৪৮ ঘণ্টা চিকিৎসাসেবা চালু রাখা হবে। তবে এর মধ্যে হামলার মূলহোতাসহ জড়িতদের গ্রেপ্তার না করা হলে কর্মবিরতিতে যাওয়া হবে।

এর আগে হাসপাতালের মিড লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনেও একই দাবি তোলা হয়।

অন্যদিকে স্বাস্থ্যসেবা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে স্বাস্থ্যসেবা উন্নয়ন আন্দোলনের শিক্ষার্থীরা।

রোববার আন্দোলন চলাকালে হাসপাতালের সামনে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় শিক্ষার্থী ও চিকিৎসক-কর্মচারীরা পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর