স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ফেনী ইউনিভার্সিটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৮:৪৩
-68a31fe438ac4.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নিজেদের স্থায়ী ক্যাম্পাসসহ একাধিক দাবি আদায়ে সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি শুরু করে তারা। এসময় শিক্ষার্থীরা ‘মেরুদণ্ডহীন প্রশাসন মানি না’, ‘স্থায়ী ক্যাম্পাস মানতে হবে’সহ নানা শ্লোগান দেন।
শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—স্থায়ী ক্যাম্পাস, নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, লাইব্রেরিতে নতুন বই সংযোজন, মুট কোর্ট রুম, ছাত্র সংসদ গঠন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় জরিমানা বন্ধ।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ১৫ দফা দাবির বিষয়ে প্রশাসন বারবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এর মধ্যে স্থায়ী ক্যাম্পাস না থাকায় বিশ্ববিদ্যালয় ‘রেড লিস্টে’ যেতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এর আগে গত বছর এবং চলতি বছরের শুরুর দিকে একই দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করলেও কর্তৃপক্ষ আশ্বাস দিয়েই থেমে গেছে বলে অভিযোগ তাদের।
এমরান পাটোয়ারী /এআরএস