Logo

সারাদেশ

হালুয়াঘাটে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৮:৫২

হালুয়াঘাটে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহের হালুয়াঘাটে বাস ও অটোরিকশার সংঘর্ষে মুক্তার উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাচালক।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার ধারা উত্তর বাজার এলাকায় হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার উদ্দিন কিসমত নড়াইল গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধারা উত্তর বাজারে পৌঁছালে শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা মুক্তার উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত চালক হানিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘সংবাদ পাওয়ার পর ফুলপুর এলাকা থেকে বাসটি ও চালক বাদল মিয়াকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

স্থানীয়রা জানান, ধারা বাজার এলাকায় সড়কের দুই পাশে মাটি না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত ব্যবস্থা নিতে সড়ক ও জনপথ বিভাগের প্রতি দাবি জানান তারা।

‎উমর ফারুক আকাশ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর