মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রীর মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৯:৩১
-68a32b4f113a1.jpg)
ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার তরফপুর নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ নয়াপাড়া গ্রামের আব্দুল লতিফ মিয়ার স্ত্রী রোজিনা বেগম (৩৫)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, রোজিনা-লতিফ দম্পতির সঙ্গে দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলছিল। কলহকে কেন্দ্র করেই ঘটনার দিন স্বামী হঠাৎ ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে ধারালো কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। এতে ঘটনাস্থলেই রোজিনা বেগমের মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী পালিয়ে যায়।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসাইন বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি কুড়াল জব্দ করা হয়েছে। লাশ সুরতহাল শেষে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
নিহতের সংসারে দুটি সন্তান রয়েছে।
এআরএস