দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২০:০১
-68a33250cd199.jpg)
ছবি : বাংলাদেশের খবর
দেশে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ এবং সফল মৎস্যচাষিদের পুরস্কার বিতরণ করা হয়েছে। আয়োজনের মূল লক্ষ্য হলো মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং মৎস্যচাষিদের স্বাবলম্বিতা নিশ্চিত করা। বাংলাদেশের খবর’র জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।
বগুড়ায় জেলা প্রশাসন চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, দেশে মাছের উৎপাদনে সকল অংশীজনের অবদান গুরুত্বপূর্ণ এবং সমন্বিতভাবে কাজ করতে হবে। জেলা মৎস্য অফিসের পক্ষ থেকে সফল পাংগাস ও কার্প-পাবদা চাষি পুরস্কৃত হন।
কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা মৎস্য চাষের মাধ্যমে বেকারত্ব দূর করার পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।
মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়। জেলা মৎস্য অফিসের তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে জেলায় মাছের উৎপাদন ৩২,৫৭১ মেট্রিক টন, যেখানে চাহিদা ছিল ৩৫,৫৮৩ মেট্রিক টন।
ভোলা জেলায় জেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসক মো. আজাদ জাহান পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন। আলোচনা সভায় বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁ, গাজীপুরের শ্রীপুর ও কালীগঞ্জ, মানিকগঞ্জের সাটুরিয়া এবং ফরিদপুরের আলফাডাঙ্গায় একইভাবে আলোচনা সভা, র্যালি, পোনা অবমুক্তকরণ এবং সফল মৎস্যচাষিদের পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য অফিস, মৎস্যজীবী, গবেষক, শিক্ষক এবং স্থানীয় উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
এআরএস