গাইবান্ধায় জামায়াত নেতাকে গলা কেটে হত্যা, মূলহোতা গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২০:২৮
---2025-08-18T202814-68a3388ca863a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশন ও জামায়াত নেতা নজরুল ইসলাম নজির হত্যা মামলার মূল হোতা রিফাত মন্ডল ওরফে সৌরভকে (১৭) সোমবার (১৮ আগস্ট) পুলিশ গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে ধারালো চাকু ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
নজরুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি তফাজ্জল হোসেনের পুত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শনিবার (১৬ আগস্ট) রাতের দিকে দোকান বন্ধ করার পর বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ডেকে নিয়ে নির্জন স্থানে গলা কেটে হত্যা করে। সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
রোববার সকালে বাড়ি থেকে কিছু দূরে নিহতের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে আত্মীয়স্বজন ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। মামলার পর পুলিশ রাতভর অভিযান চালিয়ে সোমবার ভোরে শীতল গ্রামের কানিপাড়াস্থ বাড়ি থেকে রিফাত মন্ডলকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির স্বীকারোক্তিতে হত্যায় ব্যবহৃত মোবাইল ফোন, নগদ টাকা ও ছুরি উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা বলেন, ‘যেকোনো অপরাধ দমনে পুলিশ কাজ করে যাচ্ছে। গোবিন্দগঞ্জে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
- আতিকুর রহমান/এমআই