শ্রীপুরে মাটির মায়া রিসোর্ট থেকে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২০:৪৪
---2025-08-18T204424-68a33c493fdb2.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ এলাকার মাটির মায়া রিসোর্ট থেকে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় রিসোর্টের ভিতরে নির্মাণাধীন ভবনের কাজ চলাকালে সিমেন্টের বস্তা নিয়ে উপরে উঠার সময় নিচে পড়ে এ ঘটনা ঘটে।
নিহত ওই নির্মাণ শ্রমিকের নাম বাদশা মিয়া (৫০)। তিনি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রাজারামপুর গ্রামের এলাম উদ্দীনের ছেলে।
নিহতের সহকর্মী ও রিসোর্ট সূত্রে জানা যায়, রিসোর্টের নতুন ভবন নির্মাণের কাজ চলছিল। একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রিসোর্ট কর্তৃপক্ষের কাছ থেকে ভবন নির্মাণের কাজটি সম্পন্ন করতে চুক্তিবদ্ধ হন। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে ১০-১৫ জন শ্রমিক নতুন ভবন নির্মাণের কাজ করছেন। বিকেলে ওই শ্রমিকসহ একাধিক শ্রমিক সিমেন্টের বস্তা মাথায় নিয়ে ওপরে উঠার সময় অজ্ঞান হয়ে নিচে পড়ে যান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে স্থানীয় বাসিন্দারা জানান, নিহত শ্রমিকের মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করছি।
এ বিষয়ে মাটির মায়া রিসোর্টের ম্যানেজার মাসুূূদ রানা বলেন, ‘একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নতুন ভবন নির্মাণের চুক্তি নেন। বিকেলে নির্মাণ শ্রমিকরা কাজ করছিল। এ সময় সিমেন্টের বস্তা নিয়ে ওপরে উঠার সময় একজন নিচে পড়ে যান। তখন সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘রিসোর্টে সিমেন্টের বস্তায় চাপা পড়ে একজন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে পার্ক কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই বিষয়ে নিহতের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।
- আতাউর রহমান সোহেল/এমআই