Logo

সারাদেশ

ঝিনাইদহ জেলা আ.লীগ সভাপতি অপু ২ দিনের রিমান্ডে

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২০:৫৬

ঝিনাইদহ জেলা আ.লীগ সভাপতি অপু ২ দিনের রিমান্ডে

ছবি : সংগৃহীত

ঝিনাইদহ জেলা আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াজেদুর রহমান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঝিনাইদহ জেলা পুলিশ জানিয়েছে, শফিকুল ইসলাম অপু ২০২৪ সালের ৫ আগস্ট থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ, জেলা বিএনপির সভাপতির বাসভবনে অগ্নিসংযোগসহ অন্তত তিনটি মামলা রয়েছে। এছাড়া গত বছরের ৪ আগস্ট আন্দোলনরত ছাত্র জনতার ওপর হামলার মামলাতেও তিনি আসামি।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, শফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। আদালতে প্রথমে আক্তার ফার্মেসি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় রিমান্ড চাওয়া হয়। প্রাথমিকভাবে দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। পর্যায়ক্রমে অন্য মামলাতেও তাকে গ্রেফতার দেখানো হবে।

শফিকুল ইসলাম অপু ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে পরাজিত হন। ২০২৪ সালে ঝিনাইদহ জেলা আ’লীগের সভাপতির শূন্য পদে মনোনীত হন।

বুরহান উদ্দিন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ রিমান্ড গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর