Logo

সারাদেশ

সৈয়দপুরে পৌরকর্মীর ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২০:৫৯

সৈয়দপুরে পৌরকর্মীর ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি

ছবি : বাংলাদেশের খবর

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা রোববার রাতে পৌরসভার টয়লেট বøক দখলের ঘটনায় দু’জন কর্মচারীর ওপর হামলার প্রতিবাদে সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে সকল কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছেন। কর্মবিরতি ও বিক্ষোভ মিছিলের ফলে শহরে নাগরিক সেবা ব্যাহত হয়েছে।

সৈয়দপুর পৌরসার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও হিসাবরক্ষক আবু তাহের জানান, কলাহাটিতে অবস্থিত টয়লেট বøকটি রোববার রাতেই দূবৃত্তরা দখল করে সেখানে দোকান নির্মাণের চেষ্টা করে।

এ সময় পৌরকর্মীরা বাধা দিলে সহকারী কর আদায়কারী সুজন শাহ ও যানবাহন পরিদর্শক মোকছেদ আলীকে মারধর করা হয়। আহতরা সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি আছেন।

কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশে সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, হিসাবরক্ষক আবু তাহের, কর নির্ধারক মো. নাদিম ও যানবাহন শাখার কর্মচারী মো. জুয়েল বক্তব্য রাখেন। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুর-ই আলম সিদ্দিকী জানান, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। দায়িত্ব পালন করতে গিয়ে কাউকে গুরুতর আহত করা মোটেই গ্রহণযোগ্য নয়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কর্মবিরতি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর