সৈয়দপুরে পৌরকর্মীর ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২০:৫৯
-68a33fc4e06e7.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা রোববার রাতে পৌরসভার টয়লেট বøক দখলের ঘটনায় দু’জন কর্মচারীর ওপর হামলার প্রতিবাদে সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে সকল কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছেন। কর্মবিরতি ও বিক্ষোভ মিছিলের ফলে শহরে নাগরিক সেবা ব্যাহত হয়েছে।
সৈয়দপুর পৌরসার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও হিসাবরক্ষক আবু তাহের জানান, কলাহাটিতে অবস্থিত টয়লেট বøকটি রোববার রাতেই দূবৃত্তরা দখল করে সেখানে দোকান নির্মাণের চেষ্টা করে।
এ সময় পৌরকর্মীরা বাধা দিলে সহকারী কর আদায়কারী সুজন শাহ ও যানবাহন পরিদর্শক মোকছেদ আলীকে মারধর করা হয়। আহতরা সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি আছেন।
কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশে সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, হিসাবরক্ষক আবু তাহের, কর নির্ধারক মো. নাদিম ও যানবাহন শাখার কর্মচারী মো. জুয়েল বক্তব্য রাখেন। তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুর-ই আলম সিদ্দিকী জানান, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। দায়িত্ব পালন করতে গিয়ে কাউকে গুরুতর আহত করা মোটেই গ্রহণযোগ্য নয়।
এআরএস