পূর্বাচলে অবৈধ বালুর গদিতে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২১:০৩
-68a340b80e570.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশের খবরে প্রতিবেদন প্রকাশের পর রূপগঞ্জের পূর্বাচলে অবৈধ বালুর গদির বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত পূর্বাচল নতুন শহরের ৪ নম্বর সেক্টরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
অভিযানে রাজউকের নিষেধাজ্ঞা অমান্য করে গড়ে ওঠা বালুর গদির অফিস ও পাইপ ভেঙে ফেলা হয়। ৯টি গদিতে থাকা বালু খোলা নিলামের মাধ্যমে বিক্রি করে দেড় লাখ টাকা রাজস্ব আয় করা হয়।
একই অভিযানে ঐ সেক্টরে অবৈধভাবে বসানো শত বছরের ঐতিহ্যবাহী শিমুলিয়া গরুর হাটও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাছবীর হোসেন, রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম, রাজউকের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গত কয়েক মাস ধরে একটি প্রভাবশালী মহল পূর্বাচলের ৪, ১৩ ও ১৪ নম্বর সেক্টরে অবৈধ বালুর গদি স্থাপন করে ব্যবসা চালিয়ে আসছিল। এতে সড়কে খানাখন্দ তৈরি হওয়া, ড্রেন ভরাট হয়ে স্কুলগুলোতে পানি ঢুকে পড়া এবং দুর্ঘটনা বাড়ার মতো সমস্যা সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, ‘আজকের অভিযানে ৪ নম্বর সেক্টরের গদিগুলো উচ্ছেদ ও বালু নিলামে বিক্রি করা হয়েছে। আগামী ১৫ সপ্তাহের মধ্যে বালু পুরোপুরি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।’
আকাশ/এআরএস