হিলিতে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২১:১০
-68a3426a00cec.jpg)
ছবি : বাংলাদেশের খবর
আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে হিলিতে চারদিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় মেলার ফিতা কেটে উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান সহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও পাঠক।
বই মেলা দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। এতে থাকছে চিত্র অঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। মেলায় অংশগ্রহণ করেছে ১৫০টি প্রকাশনী এবং প্রদর্শিত বইয়ের সংখ্যা ১০ হাজারের বেশি।
বই মেলা দেখতে আসা শিক্ষার্থী আসিক বলেন, ‘আমি প্রথমবার হিলিতে বই মেলা দেখলাম। অনেক লেখকের বই দেখার সুযোগ পেয়ে অনুপ্রেরণা পেলাম। আশা করি, ভবিষ্যতে আরও দীর্ঘমেয়াদি বই মেলার আয়োজন হবে।’
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘এই ধরনের মেলা শিক্ষার্থীসহ নানা পেশার মানুষকে বই পড়া ও ক্রয়ের জন্য উৎসাহিত করবে। মেলাটি উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় চলবে।’
এআরএস