ফরিদপুরে বন্ধুর হাতে বন্ধু খুন, নেপথ্যে সমকামিতা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২১:১১
---2025-08-18T211050-68a342978dcbe.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামে বন্ধুর সঙ্গে সমকামিতার সম্পর্কের জেরে খুন হয়েছেন মো. রেদোয়ান (২৫) নামে এক কলেজ শিক্ষার্থী। ঘটনার চার দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং ঘটনার মূল অভিযুক্ত জহুরুল মুন্সীকে (২৬) র্যাব-১০ গ্রেপ্তার করেছে।
এমন লোমহর্ষক ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামে।
নিহত রেদোয়ান সদরপুর উপজেলার বাইশরশি গ্রামের সৌদি প্রবাসী আবু বক্কর সোহেলের ছেলে। তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করেন।
অভিযুক্ত জহুরুল মুন্সী চাড়ালদিয়া গ্রামের বাসিন্দা, স্থানীয় ভ্যানচালক লোকমান মুন্সীর ছেলে এবং ঢাকায় একটি বেসরকারি কলেজের ছাত্র।
ফরিদপুর র্যাব সোমবার (১৮ আগস্ট) দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, রেদোয়ান ও জহুরুল পূর্ব পরিচিত এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাদের মধ্যে সমকামিতার সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে সম্পর্কের টানাপোড়েন ও বিরোধ দেখা দিলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
র্যাবের প্রাথমিক তদন্তে জানা যায়, রেদোয়ান সম্পর্ক চালিয়ে যেতে চাইলে জহুরুল তাতে আপত্তি জানায়। একপর্যায়ে গত ১৩ আগস্ট (বুধবার) বিকেলে রেদোয়ান জহুরুলের বাড়িতে যায় এবং সম্পর্ক বজায় রাখার জন্য চাপ সৃষ্টি করে। এতে ক্ষিপ্ত হয়ে জহুরুল তাকে ঘরে বসেই পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মরদেহ বিলে ফেলে দেয় এবং দুইটি বালুর বস্তা দিয়ে মরদেহটি বেঁধে রাখে।
১৭ আগস্ট (রোববার) দুপুরে স্থানীয় বাসিন্দারা বিলে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরে র্যাবের অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, রেদোয়ানের মোটরসাইকেল, মানিব্যাগ, রক্তমাখা জামা কাপড়সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
১৮ আগস্ট (সোমবার) রাতে নিহতের মা রাবেয়া বেগম ভাঙ্গা থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন।
র্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর তারিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জহুরুল সমকামিতার সম্পর্ক এবং হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। প্রাথমিকভাবে এটি সম্পর্কজনিত দ্বন্দ্ব থেকেই সংঘটিত হয়েছে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার তদন্তকারী অফিসার পুলিশের উপ-পরীদর্শক (এসআই) রামপ্রসাদ বলেন, ‘গতরাত বারোটা এক মিনিটে রেদোয়ানের মা রাবেয়া বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
- ইমরান মুন্সী/এমআই