ফেনীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২১:২০
-68a344b27a034.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর মহিপালে আলহাজ্ব কোব্বাদ আহমেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সোমবার (১৮ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে বিদ্যালয়ের মাঠে অবস্থান কর্মসূচি চালান।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ ফাতিমা সুলতানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অভিযোগ ও দাবি গ্রহণ করেন। তিনি জানান, শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে ৭ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলাকালে প্রধান শিক্ষককে ছুটিতে পাঠিয়ে বিকল্পভাবে একজন শিক্ষক দায়িত্ব পালন করবেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বছরের মাঝে হঠাৎ রুটিন পরিবর্তন ও শিক্ষক অনুপস্থিতির কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া, দুর্নীতির মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়, সার্টিফিকেট বাণিজ্য, স্কুল ভবনের অবৈধ ব্যবহার ও লাইব্রেরি সামগ্রীর অপব্যবহারের অভিযোগ রয়েছে। তারা যোগ্য প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার পাশাপাশি স্কুল মাঠ ও পরিবেশ সংস্কারের দাবি করেন।
প্রধান শিক্ষক একেএম জহির উদ্দিন কচি অভিযোগগুলো ভিত্তিহীন উল্লেখ করে বলেন, নতুন শিক্ষক নিয়োগ এনটিআরসি নির্দেশ অনুযায়ী হয়েছে। শিক্ষার্থীরা আগের শিক্ষককে রাখতে চাইছিল, এটিই আন্দোলনের মূল কারণ।
এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা কান্তা, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এআরএস