Logo

সারাদেশ

মুন্সীগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২১:২২

মুন্সীগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের গণিত বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র কানাই চন্দ্র দাস (২৪)কে ধর্ম অবমাননামূলক পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার কানাই চন্দ্র দাস চাঁদপুরের কচুয়া উপজেলার সাতচার গ্রামের রুহি দাসের ছেলে। তিনি কলেজের ছাত্রাবাসে থাকতেন।

পুলিশ ও শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা গেছে, তিন দিন আগে ‘নাস্তিক মঞ্চ’ (Atheist Forum) নামে একটি ফেসবুক আইডি থেকে কানাই আল্লাহ ও হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে অবমাননাকর পোস্ট দেন। সোমবার সকালে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন এবং দুপুরে কলেজে তাকে ধরে মারধর করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশের অভিযান খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কাজী হুমায়ুন রশিদ এবং সদর থানার ওসি মো. এম. সাইফুল আলম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সদর থানার ওসি এম. সাইফুল আলম জানান, ধর্ম অবমাননার অভিযোগে কানাই চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • আবু সাঈদ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর