Logo

সারাদেশ

রামপালে সরকারি পুকুর সংস্কার-দখলমুক্ত রাখার দাবিতে মানববন্ধন

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২১:২৪

রামপালে সরকারি পুকুর সংস্কার-দখলমুক্ত রাখার দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

বাগেরহাটের রামপাল উপজেলার সিঙ্গারবুনিয়া সরকারি কাছারি পুকুরপাড়ের প্রাচীন মিষ্টি পানির উৎস পুকুরটি সংস্কার ও দখলমুক্ত রাখার দাবিতে সোমবার (১৮ আগস্ট) মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বাঁধন’-এর আয়োজনে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয়রা বলেন, পুকুরটি যদি সঠিকভাবে সংস্কার করা হয়, তবে আশেপাশের তিন-চার গ্রামের ১০ হাজারেরও বেশি মানুষ মিষ্টি পানি উপভোগ করতে পারবে।

স্থানীয় নজরুল ইসলাম (৬৫) বলেন, পুকুরটি তার বাপ-দাদার আমল থেকে মিষ্টি পানির উৎস। এক যুগ আগে কিছু লোক পুকুর দখল করলেও বর্তমানে তা নেই। তিনি সরকারের কাছে অনুরোধ করেন, নতুন করে কেউ দখল না করে এবং লবণ পানি ঢুকতে না দেয়ার জন্য পুকুর সংস্কার করা হোক।

মুস্তাফিজ হাওলাদার বাবু জানান, দীর্ঘদিন ধরে কিছু লোক নিজেদের মতো মাছ চাষ করে পুকুর ব্যবহার করছে। এর ফলে কয়েক হাজার মানুষ মিষ্টি পানির সুবিধা থেকে বঞ্চিত।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সানজিদা আক্তার, কনিকা মিস্ত্রি এবং অন্যান্য স্থানীয়রা। তারা জানান, পুকুরের চারপাশে সিমেন্ট-বালির প্রাচীর নির্মাণ করলে লবণ পানি ঢুকবে না এবং জনগণ আবার স্বাচ্ছন্দ্যে মিষ্টি পানি ব্যবহার করতে পারবে।

বাঁধন মানব উন্নয়ন সংস্থার কোঅর্ডিনেটর সোহাগ হাওলাদারসহ মাহফুজ মাঝি, মো. ইকরামুল মোল্লা, অর্ণব মন্ডল, মেহজাবিন চৌধুরী তাজ, ফয়সাল কাজি, সাব্বির রহমান, সানজিদা খাতুন, নাইমা আফরিন মিম আক্তার মানববন্ধনে অংশ নেন।

শেখ আবু তালেব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর