পঞ্চগড়ে সেনা অভিযানে ১২ জুয়াড়ি আটক, দুই লাখাধিক টাকা জব্দ

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২১:২৭
-68a3466844cdb.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পঞ্চগড়ে সেনাবাহিনী অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১২ জুয়াড়িকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে দুই লাখ ১৩ হাজার ৭৯০ টাকা নগদ এবং ১৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) রাতে ডোকরোপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। উপস্থিত ছিলেন পুলিশের উপ-পরিদর্শক হাফিজুর রহমানসহ পুলিশের একটি দল। পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এআরএস