‘শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা যাবে না’

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২১:৪৯

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বলেছেন, ‘শুধু আইন প্রয়োগ করে সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণ করা যাবে কিন্তু একেবারে নির্মূল করা যাবে না। মাদক নির্মূল করতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
সোমবার (১৮ আগস্ট) বিকেলে আলফাডাঙ্গা থানা প্রাঙ্গণে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি আজমীর হোসেন বলেন, ‘পুলিশ ও জনগণের মধ্যে কোনো দূরত্ব রাখা যাবে না। আমরা চাকরির সুবাদে এখানে এসেছি, আপনারা কিন্তু এখানে বসবাস করছেন। সুতরাং, কে মাদকের সাথে জড়িত, কে জুয়ার সাথে জড়িত তা আপনারাই আমাদের চেয়ে ভালো জানেন। কাজেই পুলিশ এবং জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করলে অপরাধ দমন করা সম্ভব না।’
অনুষ্ঠানে আলফাডাঙ্গা থানা উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহবায়ক আব্দুল মান্নান আব্বাস, সদস্য সচিব নুরুজ্জামান খসরু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারী এস এম হাফিজুর রহমান, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি তাজমিনউর রহমান তুহিন, প্রেসক্লাব আলফাডাঙ্গার সভাপতি শাহিনুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, ইভটিজিং ও বাল্য বিবাহসহ বিভিন্ন সমস্যা প্রসঙ্গে আলোচনা করেন।
রাকিবুল/এইচকে