---2025-08-19T102126-68a3fbd39599a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মাগুরা জেলার সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি দোকান থেকে ৬২ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এসময় পলিথিন শপিং ব্যাগ মজুত ও বিক্রির দায়ে তাদেরকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৮ আগস্ট) সদর উপজেলার আলোকদিয়া বাজারে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাফাত আল মেহেদী ও মো. সাঈদুন নবী জোহা’র নেতৃত্বে মাগুরা জেলার সদর উপজেলার আলোকদিয়া বাজারে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বাজারে সুমন স্টোর থেকে ২২ কেজি এবং আল আমিন স্টোর থেকে ৪০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।২টি দোকানে পলিথিন শপিং ব্যাগ মজুত ও বিক্রির দায়ে মোট ১৩ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব।মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনায় সহায়তা করে জেলা পুলিশের টিম।
পরিবেশ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব বলেন,পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
- তাছিন জামান/এমআই