গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৪:৩৯
---2025-08-19T134428-68a43846a594e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে একটি কারখানার দুই শতাধিক শ্রমিকেরা।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে জুলাই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন ইকো কটন টেক্স লি. কারখানার শ্রমিকেরা।
খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চলতি মাসের ২৮ তারিখে বেতন পরিশোধের আশ্বাস পেয়ে শ্রমিকেরা আন্দোলন স্থগিত করে সাড়ে ১২টায় কাজে যোগদান করেন।
শিল্প পুলিশ ও আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯ টা থেকে ইকো কটন টেক্স লি: কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে ওই কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে জুলাই মাসের বকেয়া বেতন চলতি মাসের ২৮ তারিখে পরিশোধ করার সিদ্ধান্ত নেন। এরপর শ্রমিকরা সাড়ে ১২ টার দিকে কাজে অংশ নেন।
শ্রমিকরা জানায়, বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও গত ১৮ আগস্ট পর্যন্ত তা পরিশোধ করা হয়নি।কর্তৃপক্ষ বার বার তারিখ ঘোষণা করছে। তাই জুলাই মাসের বকেয়া বেতন এবং প্রতি মাসে নির্ধারিত সময়ে বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন তারা।চলতি মাসে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করে কাজে অংশ নেন।
এ বিষয়ে ইকো কটন টেক্স লি. কারখানার মালিক আতাউল আসাদ শিব্বির বলেন,আমার এখানে কোন আন্দোলন হয় নাই। এ কথা বলে বিষয়টি এড়িয়ে যান।
গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের শ্রীপুর সাব জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ‘জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল ৯ টায় শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে দুপুর ১২টায় তাদের সাথে কথা বলে জুলাই মাসের বকেয়া বেতন চলতি মাসের ২৮ তারিখ এবং আগস্ট মাসের বেতন আগামী মাসের ১৫ তারিখের মধ্যে পরিশোধ করা হবে। পরে তারা দুপুর সাড়ে ১২টায় পুনরায় কাজে অংশ নেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
- এমআই