Logo

সারাদেশ

সময় এখন গণতন্ত্রের পথে ফিরে আসার : দুলু

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৫:৫৫

সময় এখন গণতন্ত্রের পথে ফিরে আসার : দুলু

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনকে নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে। আমরা চাই ফ্যাসিস্টের বিচার, সংস্কার চাই, আবার নির্বাচনও চাই।

তিনি বলেন, ‘আর এ নির্বাচন যদি যথাযথ সময়ে না হয়, তাহলে বাংলাদেশের গণতন্ত্র আবার বিপন্ন হতে পারে।’

মঙ্গলবার (১৯ আগস্ট) নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

বেলা ১১টার দিকে নাটোর শহরের আলাইপুর থেকে একটি র‌্যালি বের করে জেলা স্বেচ্ছাসেবকদল। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী এলাকায় প্রেসক্লাব চত্তরে এসে সমাবেশে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহিরুল ইসলাম জাহিরসহ নেতাকর্মীরা।

মেহেদী হাসান তানিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর