Logo

সারাদেশ

জনপ্রিয় ‘ইত্যাদি’ অনুষ্ঠান আজ চরফ্যাসনে

Icon

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৬:১০

জনপ্রিয় ‘ইত্যাদি’ অনুষ্ঠান আজ চরফ্যাসনে

চরফ্যাসনে অনুষ্ঠিত ইত্যাদি মঞ্চ থেকে তোলা ছবি

বাংলাদেশ টেলিভিশনের শিক্ষা, তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রথমবারের মতো ভোলা জেলার চরফ্যাসনে অনুষ্ঠিত হচ্ছে।

হানিফ সংকেতের উপস্থাপনায় অনুষ্ঠানটি আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চরফ্যাসন সরকারি ট্যাফনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে চরফ্যাসন ও ভোলার গ্রামীণ সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশেষভাবে তুলে ধরা হবে। ইতোমধ্যে অনুষ্ঠানকে ঘিরে চরফ্যাসনসহ আশপাশের জেলা-উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। স্থানীয়রা অধীর আগ্রহে সরাসরি অনুষ্ঠানটি দেখার অপেক্ষায় আছেন।

সরেজমিনে দেখা যায়, স্কুল মাঠে ইত্যাদির বিশাল মঞ্চ নির্মাণ কাজ শেষ হয়েছে। মাঠজুড়ে সাজসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা।

চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, ‘ইত্যাদি অনুষ্ঠানকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দর্শনার্থীদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রণ পত্র বিতরণ করা হয়েছে।’

নির্ধারিত সময়ের মধ্যে আসন গ্রহণ করতে হবে। প্রতিটি আমন্ত্রণ পত্র একজনের জন্য প্রযোজ্য। ১৪ বছরের কম বয়সী শিশুদের সঙ্গে আনা নিষিদ্ধ। কোন প্রকার হ্যান্ডব্যাগ বা ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না। অনুষ্ঠান চলাকালীন মোবাইল ফোন বন্ধ রাখতে বলা হয়েছে।

ফাহিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর