Logo

সারাদেশ

সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৬:৪১

সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি : বাংলাদেশের খবর

বর্ণাঢ্য আয়োজনে দেশজুড়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের  ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) ফেনী, নড়াইল, পটুয়াখালী ও জয়পুরহাটসহ বিভিন্ন জেলায় শোভাযাত্রা, র‌্যালি, আলোচনা সভা ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপিত হয়। বাংলাদেশের খবর’র জেলা ও উপেজলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।

ফেনী : ফেনীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের শান্তি চত্বরে শোভাযাত্রা পূর্ব সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবদুল খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক ও জেলা বিএনপির সদস্য কফিল উদ্দিন মামুন।

সমাবেশে সাধারণ সম্পাদক এস.এম কায়সার এলিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি জাহিদ হাসান সুমন ও সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ। পরে শহরের শান্তি চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রা ট্রাংক রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

নড়াইল : নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সকাল সাড়ে ১১টায় শহরের বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালির পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু। সদস্য সচিব আরিফুজ্জামান মিলনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। এছাড়া জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পটুয়াখালী : পটুয়াখালিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১১টায় সার্কিট হাউজ পুকুরের পাশে বৃক্ষরোপণ ও শহীদ হৃদয় তরুয়া চত্ত্বরে বেলুন উড়িয়ে শুভ সূচনা করেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন।

এরপর শান্তির পায়রা উড়িয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নেতৃবৃন্দ দলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের পটভূমি তুলে ধরেন। পরে আনন্দ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট চত্ত্বরে শেষ হয়।

জয়পুরহাট : জয়পুরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দুপুরে সার্কিট হাউজ মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপি আহ্বায়ক গোলজার হোসেন, সহ-আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাবসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর