বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক রনির বিরুদ্ধে মামলা

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৭:০৭
-68a45ad790592.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনির বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দিবাগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী বাহাদুর শিকদার কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার একমাত্র নামধারী আসামি মহিউদ্দিন রনি। এছাড়া অজ্ঞাত আসামি হিসেবে আরও ৮০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, রনির নেতৃত্বে আন্দোলনকারীরা হাসপাতালের চিকিৎসকসহ অন্যান্য কর্মচারীদের পথরোধ ও মারধর করেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ এবং লোহার পাইপ দিয়ে আঘাতের ঘটনা ঘটেছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘বাহাদুর শিকদার মামলা দায়ের করেছেন। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এর আগে গত ১৪ আগস্টও মহিউদ্দিন রনিসহ অজ্ঞাত ৪২ জনকে অভিযুক্ত মামলা করা হয়েছিল। তবে তখন সেটি এজাহারভুক্ত হয়নি।
এআরএস