-68a45d332f6cc.jpg)
ছবি : বাংলাদেশের খবর
আগামীকাল বুধবার (১৯ আগস্ট) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে তিস্তা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সেতুটি উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এলজিইডি গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান, সেতুটি উদ্বোধনের দিন থেকেই যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
প্রায় ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ এবং ৯.৬ মিটার প্রস্থের পিসি গার্ডার সহ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা।
সেতুটি গাইবান্ধার হরিপুরঘাট থেকে কুড়িগ্রামের চিলমারী ঘাট পর্যন্ত বিস্তৃত। চালু হলে ঢাকা থেকে কুড়িগ্রামের দূরত্ব প্রায় ১৩৫ কিলোমিটার কমে আসবে এবং সময় সাশ্রয় হবে ৩ থেকে ৩.৫ ঘণ্টা।
এলজিইডি কর্তৃপক্ষ জানায়, সেতুটি কেবল গাইবান্ধা ও কুড়িগ্রামের নয়, বরং উত্তরাঞ্চলের আরও কয়েকটি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ করবে এবং এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটি ২০১৪ সালে অনুমোদিত হয় এবং ২০২১ সালে নির্মাণ কাজ শুরু হয়।
আতিকুর রহমান/এআরএস