Logo

সারাদেশ

বগুড়ায় ধর্ষণের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৭:২৩

বগুড়ায় একটি ধর্ষণের ঘটনার সংবাদ প্রকাশ করায় বাংলাদেশের খবর’র বগুড়া প্রতিনিধি জুয়েল হাসানকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।

মঙ্গলবার (১৯ আগস্ট) এ ঘটনায় নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

ভুক্তভোগী সাংবাদিক জুয়েল হাসান জাতীয় দৈনিক 'বাংলাদেশের খবর' পত্রিকার বগুড়া প্রতিনিধি হিসেবে কর্মরত।

জিডি সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট বগুড়ায় তিন বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়। এই ঘটনা নিয়ে জুয়েল হাসান সংবাদমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই একটি মুঠোফোন নম্বর থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। সর্বশেষ তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

জিডিতে জুয়েল হাসান উল্লেখ করেন, তিনি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন হুমকির শিকার হয়েছেন, যা তার এবং তার পরিবারের জন্য হুমকিস্বরূপ। তিনি আশঙ্কা করছেন, যেকোনো মুহূর্তে তার ওপর হামলা হতে পারে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির বলেন, ‘সাংবাদিকের করা জিডি আমরা গ্রহণ করেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং হুমকিদাতাদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় তৎপর রয়েছে।’

এসডি/এআরএস/এইচআর/এএইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ধর্ষণ হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর