বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৭:৪৬
-68a4640109a33.jpg)
ছবি : বাংলাদেশের খবর
উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।
গত দুই দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে।
নিম্নচাপটি মঙ্গলবার সকাল ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিনপশ্চিমে অবস্থান করছিল। এটি বুধবার সকাল নাগাদ দক্ষিন ওড়িশা–উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় যে কোনও সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলারের কাছে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করার পরামর্শ দেয়া হয়েছে।
মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সভাপতি মো. দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, ‘সকল মাছধরা ট্রলারের বেশিরভাগ নিরাপদে আশ্রয় নিয়েছে। বাকিদের উপকূলের কাছাকাছি মাছ ধরতে বলা হয়েছে।’
জাকারিয়া জাহিদ/এআরএস