Logo

সারাদেশ

লালমনিরহাটে মাছ ধ্বংসকারী অবৈধ দুয়ারি জাল জব্দ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৭:৫১

লালমনিরহাটে মাছ ধ্বংসকারী অবৈধ দুয়ারি জাল জব্দ

ছবি : বাংলাদেশের খবর

উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলগুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় লালমনিরহাটের কালীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছানীন জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বগুড়াপাড়া ও হাঁসডোবা বিল এবং সংলগ্ন খালে উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে ৭ শত মিটার অবৈধ চায়না দুয়ারি জাল আটক করা হয়।

পরে আটক করা অবৈধ চায়না দুয়ারি জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার উপস্থিতিতে, এলাকার মানুষের সহায়তায় পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ শাহ নেওয়াজ, কালীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

রাহেবুল ইসলাম টিটুল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর