সৈয়দপুরে পৌরকর্মীদের দ্বিতীয় দফা আন্দোলনে সেবা কার্যক্রম বন্ধ

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৮:৩১

ছবি : বাংলাদেশের খবর
নীলফামারীর সৈয়দপুরে দ্বিতীয় দফায় পৌরসভার দুই কর্মচারীর ওপর মারপিটের ঘটনায় গ্রেপ্তারের দাবি জানিয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) বিক্ষোভ, ঝাঁড়ু মিছিল ও কর্মবিরতি পালন করা হয়েছে।
কর্মবিরতির কারণে পৌরসভার সকল সেবা কার্যক্রম বন্ধ থাকায় অনেকে সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।
রোববার (১৭ আগস্ট) রাতে পৌর শহরের গোয়ালপাড়া কলাহাটি এলাকার মর্ডান পাবলিক টয়লেটের কাছে পৌরসভার কিছু জায়গা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের সময় দুই কর্মচারী সুজন শাহ্ ও মো. মোকছেদ আলী গুরুতর আহত হন।
তাদের রক্ষা করতে গিয়ে তহিদুল ইসলাম ভান্ডারিকেও মারপিট করা হয়। পরে আশেপাশের লোকজনের সহযোগিতায় আহতদের সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুর-ই আলম সিদ্দিকী জানিয়েছেন, বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে এবং থানায় মামলা করা হয়েছে। আহতদের চিকিৎসা ব্যয় পৌরসভার ফান্ড থেকে করা হবে।
তৈয়ব আলী সরকার/এআরএস