আলফাডাঙ্গায় ত্রাণ সহায়তা পেল পানিবন্দি ২৬০ পরিবার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ২০:১৯
-68a487f33b024.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের আলফাডাঙ্গার স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্পে পানিবন্দি ২৬০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় গোপালপুর ইউনিয়নের স্বপ্ননগর জেলা প্রশাসক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ত্রাণ দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ১৫ কেজি করে মোট চার মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা সহকারী প্রকৌশলী মো. মতিয়ার রহমান ও স্থানীয় ইউপি সদস্য বিল্লাল মোল্যা।
মধুমতি নদীর পানি বৃদ্ধিতে গত দশদিন ধরে স্বপ্ননগর আশ্রয়ণ প্রকল্প এলাকা প্লাবিত হয়ে পড়ে। এতে কয়েকশ পরিবার দুর্ভোগে পড়লেও গত দুই দিনে পানি কমতে শুরু করেছে।
২০২০-২১ অর্থবছরে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৩৩ একর জমির ওপর গোপালপুর ইউনিয়নের চরকাতলাসুর গ্রামে স্বপ্ননগর আবাসন এলাকা নির্মাণ করা হয়। তবে নিচু জমিতে ঘর হওয়ায় বন্যায় প্রকল্পের বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছিলেন।
রাকিবুল/এআরএস