Logo

সারাদেশ

শেবাচিমে হামলা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, কর্মবিরতি প্রত্যাহার

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ২০:২৩

শেবাচিমে হামলা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, কর্মবিরতি প্রত্যাহার

ছবি : বাংলাদেশের খবর

ChatGPT said:

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের নেতা হোসাইন আল সুহান গ্রেপ্তার হয়েছেন। এর পরই কর্মস্থলে ফিরেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নগর ভবনের সামনে থেকে সুহানকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান।

পুলিশ জানায়, তিনি সাবেক মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারী ও ছাত্রলীগের সক্রিয় সদস্য। শেবাচিমে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুহানের গ্রেপ্তারের পর দুপুর ৩টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরেন। ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে ডা. নাজমুল হুদা জানান, পরিচালকের আশ্বাস ও এক আসামি গ্রেপ্তারের পর তারা কাজে যোগ দিয়েছেন।

শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ.কে.এম মশিউল মুনীর বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘট প্রত্যাহার করেছেন এবং কাজে যোগ দিয়েছেন।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রলীগ গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর