নান্দাইলে অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ২০:৫৬
ছবি : সংগৃহীত
ময়মনসিংহের নান্দাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১ হাজার ৪০০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে নান্দাইল উপজেলার মুশুল্লি ইউনিয়নের কাওয়ারগাতি এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোছা. সুইটি আক্তার ময়না (২৫) ও মো. আনিস মিয়া (২৬)। অভিযানের সময় মো. মিজান মিয়া (২৬) পালিয়ে যায়। ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ‘খ’ সার্কেল কানিজ ফাতেমা বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিদর্শক কানিজ ফাতেমার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ময়না ও আনিসের কাছ থেকে ১৪০০ পিস ইয়াবা এবং ২০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এ ঘটনায় নান্দাইল মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
সারোয়ার জাহান রাজিব/এআরএস


