Logo

সারাদেশ

জয়পুরহাটে ১৯০ বস্তা ডিএপি সার জব্দ, থানায় মামলা

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ২১:০১

জয়পুরহাটে ১৯০ বস্তা ডিএপি সার জব্দ, থানায় মামলা

ছবি : বাংলাদেশের খবর

জয়পুরহাটের পাঁচবিবিতে ১৯০ বস্তা ডিএপি সার জব্দের ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের জিয়ার মোড় ও তিনমাথা এলাকার গুদাম থেকে সারগুলো জব্দ করা হয়।

মামলা করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ দাস। এ ঘটনায় পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানিয়েছেন, সারগুলো অবৈধভাবে পাচার হচ্ছিল। তবে আসামি পলাতক থাকায় এখনো গ্রেপ্তার করা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ছয়টি ইজিবাইকে ১২০ বস্তা সার নিয়ে নওগাঁর ধামইরহাটের একটি দোকানে যাওয়ার সময় জিয়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে সার জব্দ করা হয়। পরে তিনমাথা এলাকার গুদাম ঘর থেকে আরও ৭০ বস্তা সার উদ্ধার করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গুদামের মালিক বিষুপদ দাস সার অবৈধভাবে মজুদ ও কালোবাজারে বিক্রির চেষ্টা করছিলেন। অভিযোগ অনুযায়ী, সারগুলো ২০২২ সালে প্যাকেজিং করা এবং বরাদ্দ বহিভূত ছিল।

মাহফুজ রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মামলা গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর