বাগেরহাটে চারটি আসন বহাল রাখার দাবিতে কর্মসূচি ঘোষণা

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ২১:০৯
-68a4939b3a83e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাগেরহাটের চারটি সংসদীয় আসন কমিয়ে তিনটি করার প্রস্তাবের প্রতিবাদে এবং আসন বহাল রাখার দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।
মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে জেলা বিএনপি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—২১ আগস্ট বৃহস্পতিবার কাটাখালি থেকে নওয়াপাড়া মহাসড়ক অবরোধ, ২৪ আগস্ট রোববার খুলনা-মাওয়া ও পিরোজপুর-বাগেরহাট মহাসড়কে অবরোধ ও জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে অবস্থান। এছাড়া ১৯ আগস্ট সোমবার ঢাকায় নির্বাচন কমিশন অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিও রয়েছে।
এটিএম আকরাম হোসেন তালিম বলেন, ‘বাগেরহাটের চারটি আসন বহাল রাখতে আমরা সবদল একত্রিত হয়েছি এবং সবকিছু করতে প্রস্তুত।’
জেলা জামায়েতের আমির মাওলানা রেজাউল করিম বলেন, ‘আসন কমানোর প্রস্তাব একটি ষড়যন্ত্র। নির্বাচন কমিশন যদি ফিরে না আসে, কঠোর আন্দোলন করা হবে।’
জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম জানান, আসন কমালে জেলাবাসী নানা বঞ্চনার মুখে পড়বে এবং নির্বাচন কমিশন চারটি আসন বহাল না রাখলে বাগেরহাটকে বিচ্ছিন্ন করার হুমকি দেন।
নির্বাচন কমিশন ২৫ আগস্ট আসন কমানো বা বহাল রাখার বিষয়ে শুনানি করবেন।
শেখ আবু তালেব/এআরএস