Logo

সারাদেশ

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের উদ্যোগে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৯:৩৫

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের উদ্যোগে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে জেলার দৌলতপুরের চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ আগস্ট) দলের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্দেশে দিনব্যাপী বানভাসি মানুষদের হাতে শুকনো খাবার ও ওষুধসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

নৌকা দিয়ে বানভাসি মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করছে কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদ।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক মো. তৌকির আহম্মেদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন তুফান এবং পৌর গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি রঞ্জু।

আরো উপস্থিত ছিলেন, জেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. জিলহাজ খান ও সদস্য সচিব খন্দকার মিনহাজুল হক পাপ্পু, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. বিপ্লব হোসেন এবং জেলা শ্রমিক অধিকার পরিষদের সাবেক সভাপতি মো. মিলন মালিথা। এছাড়াও জেলা গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ‘আমরা নেতা নই, মানুষের সেবক হয়ে পাশে দাঁড়াতে চাই। ভিপি নুরের নির্দেশে বানভাসি মানুষের কাছে শুকনো খাবার, ওষুধ ও চিকিৎসাসেবা পৌঁছে দিতে পেরে আমরা গর্বিত। একজন বানভাসি মানুষ জানে তার কষ্ট কতটা। সেই মুহূর্তে পাশে দাঁড়াতে পারাই আমাদের আনন্দ। ভবিষ্যতেও সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখবো।’

আকরামুজ্জামান আরিফ/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণঅধিকার পরিষদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর