পঞ্চগড়ে সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে নারীসহ ৩ বাংলাদেশি আটক

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০

ছবি : বাংলাদেশের খবর
পঞ্চগড় সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারীসহ ৩ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (২০ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।
আটককৃতরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার আচ্চানিমবাড়ি গ্রামের মৃত উপেনের ছেলে শ্রী রাম (৩৫), তার স্ত্রী চন্দনা রাণী (৩৩) এবং দিনাজপুরের কাহারোল উপজেলার চান্দুরী গ্রামের মনাব্বরের ছেলে শামীম (৩২)।
বিজিবি জানায়, মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে সদর উপজেলার পোকলাভিটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবি আরও জানায়, জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন তারা একাধিক দালাল চক্রের মাধ্যমে ৪৯ হাজার টাকায় ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এসময় তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ৭৬০ টাকা, ২টি বাটন মোবাইল ও ১টি স্মার্টফোন জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।
৫৬ বিজিবি জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
এসকে দোয়েল/এএ