জামালপুরে বিএনপি নেতার হরতালে সাড়া নেই, আটক ২

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৪:৩৩

ছবি : বাংলাদেশের খবর
জামালপুরে বিএনপির সম্মেলন স্থগিতের দাবিতে বুধবার (২০ আগস্ট) সারা জেলায় আধাবেলা হরতাল আহ্বান করেন জেলা বিএনপির সদস্য শামীম আহমেদ।
বিএনপির এই নেতার আহ্বানে সাড়া দিয়ে শুধুমাত্র শহরের দৈনিক আনন্দগঞ্জ বাজার এবং ঢাকাইপট্রি থেকে বড় মসজিদ পর্যন্ত আংশিক হরতাল পালন করা হয়েছে।
জেলার অন্য এলাকায় মানুষ হরতালে সাড়া দেননি। অন্য দিনগুলোর মতো সরকারি ও বেসরকারি অফিস, ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান, ট্রেন-বাসসহ সব ধরনের যানবাহন স্বাভাবিক গতিতে চলেছে। হরতালের সমর্থনে দৈনিক আনন্দগঞ্জ বাজারের সামনে মিছিলও করেছে শামীমের অনুসারীরা।
হরতালে নাশকতার পরিকল্পনার সময় আজ ভোররাতে জিয়া সাইবার ফোর্স জেলা শাখার আহ্বায়ক শুভ পাঠানসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
এ সময় শুভ পাঠানের কাছ থেকে ককটেল এবং ককটেল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
মেহেদী হাসান/এআরএস