Logo

সারাদেশ

বগুড়ায় ডা. আকুল উদ্দিনের পদায়ন স্থগিতের দাবিতে বিক্ষোভ

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৪:৫৩

বগুড়ায় ডা. আকুল উদ্দিনের পদায়ন স্থগিতের দাবিতে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সদ্য পদায়ন পাওয়া উপ-পরিচালক ডা. আকুল উদ্দিনের পদায়ন স্থগিতের দাবিতে বুধবার (২০ আগস্ট) বেলা ১২টায় হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভে অংশ নেন গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতরা। পরে তারা হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি জমা দেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের সময় ডা. আকুল কুষ্টিয়া জেলায় সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন এবং আহতদের চিকিৎসায় বাধা দিয়েছিলেন।

সেই সময় তিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকেও তিনি বরখাস্ত করেছিলেন। তারা দাবি করেন, ডা. আকুল উপ-পরিচালক পদে পদায়ন হওয়ার মাধ্যমে আওয়ামী পন্থী চিকিৎসকদের পুনর্বাসন করা হচ্ছে।

স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির বগুড়া জেলা ছাত্র প্রতিনিধি আরিফুর রহমান আকিব বলেন, গণঅভ্যুত্থানে ১৬ জন শহীদ হয়েছেন, সেখানে এমন একজনের পদায়ন বগুড়ায় গ্রহণযোগ্য নয়।

সাবেক বৈষম্যবিরোধী আন্দোলনকারী সাকিব খান বলেন, দাবি মেনে না নেওয়া হলে আরও তীব্র আন্দোলনের পথে যাবেন তারা।

হাসপাতালের পরিচালক জুয়েল হাসানের উপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেছেন, তবে তিনি কোনও মন্তব্য করেননি।

জুয়েল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর