Logo

সারাদেশ

ধামরাইয়ে সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যা

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৫:০০

ধামরাইয়ে সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের আত্মহত্যা

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে এক যুবক তার সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন এবং পরে নিজেই বিষপান করে মারা গেছেন। বুধবার (২০ আগস্ট) সকালে কালামপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সেলিনা আক্তার পিংকি (২৫) স্থানীয় আনছার আলীর মেয়ে। তার সাবেক স্বামী বদির শেখ (২৮) একই উপজেলার বাথুলি এলাকার ইনসান আলীর ছেলে। পাঁচ বছর আগে তাদের বিয়ে হয় এবং একটি চার বছরের সন্তান রয়েছে। পারিবারিক বিবাদের কারণে এপ্রিল মাসে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে সন্তান দেখার জন্য পিংকির বাড়িতে গিয়েছিলেন বদির শেখ। কথাকাটাকাটির একপর্যায় তিনি ধারালো অস্ত্র দিয়ে পিংকিকে গুরুতর আহত করেন। ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর বদির শেখ নিজেই বিষপান করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় সন্তান বাড়িতে উপস্থিত ছিল। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তানকে নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে।

মনোয়ার হোসেন রুবেল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর