টাঙ্গাইলে মাধ্যমিক শিক্ষকদের গ্রেডিং বৈষম্য দূরীকরণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৫:১০
-68a590fd145aa.jpg)
ছবি : বাংলাদেশের খবর
টাঙ্গাইলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা এন্ট্রি পদ নবম গ্রেডে উন্নীতকরণ ও চার স্তরীয় পদসোপান বাস্তবায়নের দাবিতে আন্দোলন করেছেন।
বুধবার (২০ আগস্ট) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেন।
শিক্ষকেরা অভিযোগ করেন, বর্তমানে মাধ্যমিক শিক্ষকরা ১০ম গ্রেডে চাকরি শুরু করেন, অথচ সমপর্যায়ের অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা নবম গ্রেডে প্রবেশ করেন। এ কারণে দীর্ঘদিন ধরে পদোন্নতিতে বৈষম্যের শিকার হতে হচ্ছে।
তারা ন্যায্য অধিকার দাবি করে বলেন, ‘একজন কলেজ শিক্ষক নবম গ্রেডে চাকরি শুরু করেন, কিন্তু মাধ্যমিক শিক্ষক ১০ম গ্রেডে। দায়িত্ব কোনো অংশে কম নয়। এটি আমাদের পেশার মর্যাদাকে ক্ষুণ্ন করছে।’
টাঙ্গাইল জেলার ৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অংশগ্রহণ করেন। আন্দোলনে বক্তৃতা দেন বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহানারা বেগম, আব্দুল্লাহ আল মামুন, মুহাম্মদ শাহীন আল মামুন, আ.ন.ম বজলুর রহমান, মো: আবদুল কদ্দুছ ও মো. খালিদ হাসান।
রেজাউল করিম/এআরএস