Logo

সারাদেশ

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ নিহত ৩

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৫:২১

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ নিহত ৩

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লায় মঙ্গলবার (১৯ আগস্ট) থেকে বুধবার (২০ আগস্ট) পর্যন্ত পৃথক সড়ক দুর্ঘটনায় যুবদল নেতাসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় আদর্শ সদর উপজেলার রত্নবতী এলাকায় দলীয় কাজ শেষে বাড়ি ফেরার পথে কুমিল্লা সদর উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক কবীর হোসেন (৪৮) অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেন। পরে ঢাকায় নেওয়ার সময় চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

অপরদিকে, বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় মোটরবাইকে স্বামীর সঙ্গে বাড়ি ফেরার পথে হ্যাপি ভৌমিক (৪৫) ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এছাড়া বুধবার সকালে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক মনির হোসেন (৩৯) নিহত হন।

মীরপুর হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক আনিসুর রহমান জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছে।

সোহাইবুল ইসলাম সোহাগ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর