সাধক সেজে মাদক ব্যবসা, ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৫:৪৪
---2025-08-20T153539-68a5990572c9f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে দীর্ঘদিন ধরে সাধু সেজে মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে অবশেষে গ্রেপ্তার হলেন বিপ্লব সাধু (৬৫) নামের এক মাদক ব্যবসায়ী।
বুধবার (২০ আগস্ট) ভোর ৪টায় উপজেলার কাওরাইদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। বিপ্লব সাধু ওই গ্রামের নারায়ন সাধুর ছেলে।
স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর রাত ৪টার দিকে বিপ্লব সাধুর বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় তার থাকার ঘরের সিলিংয়ের উপর থেকে সাড়ে ৪ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন জানান, বিপ্লব সাধু দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজার ব্যবসা করলেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন। তিনি কথিত সাধক হিসেবে পরিচিত। সাধক পরিচয়ের আড়ালে নির্দিষ্ট কিছু ব্যক্তির মাধ্যমে শ্রীপুর ও আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করছিলেন।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘অভিযানে বিপ্লব নামে এক ব্যক্তিকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’
- আতাউর রহমান সোহেল/এমআই