Logo

সারাদেশ

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গাছের চারা বিতরণ

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৬:২৮

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গাছের চারা বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাবের সাতক্ষীরার সদস্যরা। বুধবার (২০ আগস্ট) বেলা ১১টায় স্কুলের তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে এসব চারা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য দেন- ক্লাবের উপদেষ্টা, প্রি-ক্যাডেট স্কুলের চেয়ারম্যান ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, উপদেষ্টা ভারতেশ্বরী বিশ্বাস, সিদ্দিকুর রহমান, জ্যোৎনা দত্ত, প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ছন্দা রাহা, শিক্ষক কৃষ্ণ পদ মণ্ডল ও কেজি শ্রেণির শিক্ষার্থীসহ অনেকে।

চারা বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন-ক্লাবের সমন্বয়কারী ও চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ।প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মুনির উদ্দীন বলেন, ‘আমরা বৃক্ষরোপণ ও চারা বিতরণের পাশাপাশি মানুষকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। ৩১ আগস্ট পর্যন্ত সাতক্ষীরা ক্লাবের সদস্যরা এই কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখবে। এছাড়া ইতোমধ্যে রোপণকৃত বৃক্ষগুলোর যথাযথ বৃদ্ধি নিশ্চিত করতে নিয়মিত খোঁজখবর এবং তদারকি করা হবে।’

  • আব্দুস সামাদ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর