দেশজুড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৭:০২
-68a5ab3cecadd.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে। আলোচনা সভায় স্থানীয় নেতারা নেতারা দেশের আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় এবং ফ্যাসিস্টদের ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেছেন।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে বুধবার (২০ আগস্ট) দুপুরে শহরের কালিবাড়ি বিজয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরান থানা ইসলামী সুপার মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়।
বক্তারা বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ বিএনপিকেই বেছে নেবে এবং ফ্যাসিস্টরা নির্বাচনে বাধা দেওয়ার ষড়যন্ত্র করছে। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু নাসের সুমন, সদর উপজেলা আহ্বায়ক বাসির উদ্দিন রিপন ও অন্যান্য নেতৃবৃন্দ।
কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে স্বেচ্ছাসেবক দলের আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নাছিমা আক্তার শিমু। অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
মির্জাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের মির্জাপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সদস্য মো. মোবারক হোসেন মিতুল। অনুষ্ঠান শুরু হয় বৃক্ষরোপণ কর্মসূচি ও ডাস্টবিন প্রতিস্থাপনের মাধ্যমে। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
সাটুরিয়া (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সাটুরিয়ায় র্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। র্যালিটি সদর হাসপাতালের সামনে শেষ হয় এবং আলোচনা সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দল, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোলা : ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দুপুর সোয়া ১টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক এবং যুগ্ম সম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল।
বক্তারা বলেন, ১৯৮০ সালের ১৯ আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছাসেবক দল গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। সভা শেষে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এছাড়া সকালে যুগ্ম সম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল দৌলতখান উপজেলা সদরে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের উদ্দেশ্যে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচীর বিভিন্ন দিক তুলে ধরেন।
হিলি (দিনাজপুর) : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিলিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে হিলি চারমাথা মোড় থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একাই স্থানে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, সঞ্চালনা করেন সদস্য সচিব সোহেল ইসলাম। বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ইমানুয়েল সরকার মুক্তি, সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় হাকিমপুর ও পৌর বিএনপি, যুবদল ও মহিলা দলের বিভিন্ন কর্মকর্তা ও সদস্য অংশগ্রহণ করেন। আলোচনা শেষে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে কেক কাটা হয়।
পিরোজপুর : পিরোজপুর সদর উপজেলা ও কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে আনন্দ মিছিল, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও হাসপাতাল পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে। দুপুরে পিরোজপুর টাউন ক্লাব মিলনায়তন এবং কাউখালী উত্তর বাজার থেকে মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। বক্তারা স্বেচ্ছাসেবক দলের গঠন এবং দেশের ক্রান্তিকালে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের অংশ হিসেবে হাসপাতাল এলাকা পরিচ্ছন্ন করা ও কয়েকশ’টি ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়।
ধামরাই (ঢাকা) : ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের থানা ও পৌর শাখার নেতাকর্মীরা ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ এবং রাস্তা সংস্কারের কর্মসূচি পালন করেছে। বুধবার (২০ আগস্ট) সকাল থেকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশে আবর্জনা অপসারণ ও জীবাণুমুক্তকরণের কাজ করা হয়।
পরিচ্ছন্নতা অভিযান শেষে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয় এবং সদর ইউনিয়নের প্রায় দুই কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, এসব কার্যক্রমের মাধ্যমে রোগীদের জন্য সংক্রমণমুক্ত পরিবেশ নিশ্চিত করা, যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
নলছিটি (ঝালকাঠি) : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নলছিটিতে পথসভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় নলছিটি পৌর ভবনের সামনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জেড আই কামাল, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম তুহিন, উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানার সঞ্চালনায় সভায় পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অংশ নেন। পথসভা শেষে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর ভবনের সামনে শেষ হয়।
এআরএস