মণিরামপুরে কোচবিলের ঘের নিয়ে জলাবদ্ধতার সমাধান

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৭:৩৯
---2025-08-20T174201-68a5e088364ee.jpg)
ছবি : বাংলাদেশের খবর
যশোরের মণিরামপুরে কোচবিলের ঘেরের কারণে সৃষ্ট জলাবদ্ধতার সমস্যা সমাধান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কৃষক এবং ঘের মালিকদের সমন্বয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠকে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো হয়।
তবে নতুন করে ঘের নির্মাণ বন্ধ রাখার পাশাপাশি পুরাতন ঘেরের মুখ খোলার মাধ্যমে বিলের পানি নিষ্কাশন, ঘেরপাড়ের গাছপালা অপসারণসহ একাধিক শর্ত সাপেক্ষে বিষয়টি চূড়ান্ত হয়েছে। বুধবার (২০ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
জানা গেছে, মণিরামপুর উপজেলার জয়পুরে কোচবিলে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ১৬টি ঘের নির্মাণ করা হয়েছিল। এতে কয়েক হাজার বিঘা জমি স্থায়ীভাবে জলাবদ্ধ হয়ে পড়ে এবং কৃষকরা সমস্যায় পড়েন। কৃষকরা দাবি করে আসছিলেন, কোচবিলের এই ঘেরগুলো উচ্ছেদ করে জলাবদ্ধতার সমস্যা সমাধান করতে হবে। অভিযোগ ছিল, এলাকার কৃষকরা ঘের মালিক ও উপজেলা প্রশাসনের কাছে সমস্যার কথা জানালেও প্রতিকার পাননি। বাধ্য হয়ে গত ১২ আগস্ট কৃষকরা মাইকিং করে হাজারো মানুষকে জড়ো করে বিলের ঘেরের মুখ কাটা শুরু করেন। এতে কৃষক ও ঘের মালিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসন এবং রাজনৈতিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পরিস্থিতির স্থায়ী সমাধান করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না, সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জামায়াতের আমির ফজলুল হক, কৃষি অফিসার মাহমুদা আকতার, মৎস্য অফিসার সেলিম রেজা, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, ঘের মালিকদের পক্ষে এনামুল হকসহ চারজন এবং কৃষকদের পক্ষে মনিরুজ্জামানসহ চারজন।
- জাহাঙ্গীর আলম/এমআই