দুই তরুণ ক্রিকেটারকে সংবর্ধনা দিল কালীগঞ্জ প্রেসক্লাব

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৮:২৫
-68a5be9d7c333.jpg)
ছবি : বাংলাদেশের খবর
অনুর্ধ্ব-১৯ ও অনুর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলে স্থান করে নেওয়ায় কালীগঞ্জের দুই তরুণ ক্রিকেটার স্বাধীন ইসলাম ও সীমান্ত রায় রিংকুকে সংবর্ধনা দিয়েছে কালীগঞ্জ প্রেসক্লাব।
বুধবার (২০ আগস্ট) দুপুরে প্রেসক্লাবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাব ও সোনালী অতীত ক্লাবের সভাপতি আনিছুর রহমান লাডলা।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি হাসান আব্দুল মালেক, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক শিলু ও দুরন্ত ক্রিকেট একাডেমীর সভাপতি মারুফ হাসান তমাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও ক্রিকেট কোচ। উভয় ক্রিকেটারের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এআরএস