Logo

সারাদেশ

সাগরে ৫ দিন ভেসে বেঁচে ফিরলেন জেলে মোরশেদ

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৮:৪৪

সাগরে ৫ দিন ভেসে বেঁচে ফিরলেন জেলে মোরশেদ

ছবি : বাংলাদেশের খবর

বঙ্গোপসাগরে পাঁচ দিন ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ২০ বছর বয়সী জেলে মোরশেদ। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কুয়াকাটার জেলেরা উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কলাপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে পায়রা বন্দরের থেকে ২০ কিলোমিটার দূরে এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান ভাসমান অবস্থায় মোরশেদকে উদ্ধার করে এবং পরে এফবি বায়েজিদ ট্রলারে হস্তান্তর করেন।

জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে কয়েক দিন আগে ১৯ জন জেলেসহ একটি ট্রলার সাগরে যাত্রা করেন। হঠাৎ ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়ে ১৯ জন জেলেসহ সমুদ্রে নিখোঁজ হন। পরে পাঁচ দিন ভেসে থাকা মোরশেদকে উদ্ধার করে তীরে আনা হয়েছে।

উদ্ধারকৃত এফবি বায়েজিদ ট্রলারের মাঝি সিরাজ বলেন, ‘সকাল ৯টার দিকে অন্য একটি ফিশিং ট্রলার আমাদের কাছে মোরশেদকে হস্তান্তর করে। তাকে জিজ্ঞেস করলে জানায়, ৫ দিন আগে ১৯ জন জেলেসহ তাদের ট্রলার সমুদ্রে নিমজ্জিত হয়েছে। তিনি চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা। পরে মোরশেদ অজ্ঞান হয়ে যাওয়ায় আরও তথ্য জানা সম্ভব হয়নি।’

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুপ্রি দাশ বলেন, ‘দুপুর দেড়টার দিকে ভাসমান অবস্থায় অজ্ঞান এক জেলে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, ‘উদ্ধারের পর আমরা তাকে কুয়াকাটা হাসপাতালে পাঠাই। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে রেফার করা হয়েছে।’

জাকারিয়া জাহিদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বঙ্গোপসাগর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর