-68a5c4b0d6fc3.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার ধুনটে বাঙালি নদীতে ডুবে ৫ বছর বয়সী শিশু আরমিনা খাতুনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং পশ্চিমপাড়া এলাকায় শিশুটি বাড়ির পাশের নদীতে পড়ে যায়।
পরিবার ও স্থানীয়দের খোঁজাখুঁজির একপর্যায়ে একজন কৃষক নদীতে ভাসমান আরমিনার লাশ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়।
ধুনট থানার এসআই ওসমান গণি জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
এআরএস